বিপদসীমা পেরিয়ে…
শ্যামাপ্রসাদ সরকার
স্মৃতিরা পালাবদল করলে
রান্নায় আর নুন কম হয়না
রাতের ট্রেনের হুইসিল
কানে আসে স্পষ্ট শব্দে,
অন্য নামে অগোছাল ডাক!
যেমন ছাতের ওপর থেকে পাশের বাড়ি
অথবা দিনান্তের এইট বি বাসস্ট্যান্ড
অন্য জীবনের ক্ষণিকের টাইমকল যেন
অপচয়ের জল এসে জমে রাঢ়ের মাটীতে!
হঠাৎ মৃদঙ্গ বাজিয়ে ওঠা আশ্রমিক কখনও
তোমাকে চোখের ইশারায় গার্হস্থ্যজীবনের ডাক দেয়
ভাবছি, এ জন্মে রাই আর দেখা হল না তোমার সাথে
যেমনটা বিপদ ওৎ পেতে ছিল জীবনে তোমার
বদলে নেওয়া হল না স্থবির ও অচঞ্চল আঙুলের ছাপ
যতটা দেরী করে সূর্য ওঠে আজকাল ছাদ বাগানে
কয়েকটা মরসুমী ফুলের গাছের মত!
এখন ঘন শীতকাল আসে তোমার আলস্যে রোজ
শুকিয়ে যাওয়া গত সিজনের আদেখলা পলাশ
যেমন হঠাৎ হঠাৎ গান গেয়ে ওঠে অকস্মাৎ
তখন বর্ষাকাল ছাড়াই নেচে ওঠে পিঠের ময়ুরগুলো।
—oooXXooo—