“ঘরের মেয়ে উমা”
–:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::–
ঘরের মেয়ে
আসবে ঘরে
মেনকার প্রাণ
আউলে মরে।
মৃত্যুঞ্জয়ের
নাই কো ছিরি
শ্মশানে মশানে ফেরে।
যাও গিরিরাজ
আনোগে উমায়
পরানপুতুলি
অনাদরে হায়।
পাষাণ হৃদয়
তুমি বা কেমনে
ধরেছ পরান
শুভদা বিহনে।
গৌরী যখন
আসিয়া বলিবে
কোন লাজেতে
ও মুখ ঢাকিবে।
নাড়ি ছেঁড়া ধন
উমা মা আমার
তাকে না পাইলে
এ ঘর আঁধার।
◆◇◆◇◆