প্রেমের ঝর্ণাধারা
ড. মদনচন্দ্র করণ
পাহাড়ি ঝর্ণার ঝরঝর ধারা,
নদীর স্রোতে বাজে রূপের তারা,
বাঁশবনে চাঁদ হাসে অমল পারা।
যৌবনের জোয়ারে অস্থির হরিণী,
পলাশের ডালে ঝরে ফুলের ননী,
শ্রাবণের মেঘে বাজে প্রেমের রাগিনী।
পক্ষীরাজ উড়ে, স্বপ্নে ভাসে মন,
অপ্সরা হাসে বাঁধনহারা গীতগুণ,
শিশিরে স্নিগ্ধ হয় প্রভাতের কন।
কামিনী সুবাসে প্রাণে জাগে ঢেউ,
মাটির বুকে নামে নীলাকাশের ছায়া,
ধানের দুধে মেশে প্রাণের রং নতুন।
মাছের পানিতে ঝিলমিল করে আলো,
পথিকের হৃদয় খোঁজে প্রেমের পালো,
জীবনের সর্বস্ব ঢেলে বাঁধে প্রেমকালো।
অনুপ্রাসের মাধুর্যে প্রকৃতির গন্ধে ভরা
এ প্রেমের ছন্দ হয়ে উঠুক প্রেমধারা।
—oooXXooo—