একাকী ছায়ার মতো, চলেছি আমি নিঃশব্দ পথে, তোমার স্মৃতির ভারে ভাঙছে হৃদয় প্রতিটি ক্ষণে। যে চোখে আলো ছিল, আজ তাতে আলো নেই, তোমার চলে যাওয়া ছিনতাই করেছে মুখের ভাষা। অথচ, একদিন তুমি ছিলে আমার পৃথিবী, আমার স্বপ্ন, আজ সেই পৃথিবী শুন্য, কোয়সা ভরা, আর স্বপ্ন—তুমিই ছিলে শেষ কথা। কথাগুলি, মুছে গিয়েছে সময়, যতটুকু ছিল, তাও হারিয়েছে, তবে কী করে বলি, তবু বলি, তোমাকে ভুলতে পারিনি আমি আজও। তুমি ছিলে আমার রোদ, তুমি ছিলে আমার বৃষ্টি, কিন্তু আমি সেই ছায়া, যাকে তুমি, ফিরে দেখলেনা। তবুও, তোমার ফিরে আসা হয়তো হবে না কখনো, তবে জেনো, ভুলে যাবার কথা, হৃদয় শুনবে না জেনো। এমন এক দুঃখবিহীন জীবন আমি চাইনি কখনো, তোমার চলে যাওয়ার পর তবে এটাই আমার নিয়তি, নয়ত এটাই আমার পরিণতি।