আমার স্বদেশ ভূমি
অরবিন্দ নাহা
গ্রীষ্মের কাঠফাঁটা রোদ্দুরে
বর্ষার ভরা পুকুরের টলটলে জলে
শরতের নীল আকাশে
হেমন্তে,-বাতাসের ফুলের সুবাসে
শীতের রাতে লেপের ওমে
বসন্তে কোকিলের ডাকেও– তুমি,
আমার স্বদেশ ভূমি।
মন্দিরের কাঁসর ঘন্টায়
তুলসী তলায় প্রদীপের শিখায়
সন্ধ্যার শঙ্খ ধ্বনিতে
ক্যাথিড্রাল চার্চের প্রেয়ারে
মসজিদের আজানে
খুশির ঈদের চাঁদেও– তুমি
আমার স্বদেশ ভূমি।
মায়ের স্নেহের আঁচলে
বাবার আশীর্বাদে
বোনের রাখি বন্ধনে
ভাইয়ের অকৃপন ভালোবাসায়
প্রিয়ার বিলোল কটাক্ষে
শিশুর নিটোল হাসিতেও তুমি
আমার স্বদেশ ভূমি।
—oooXXooo—
**********