‘ভালোবাসা’ যখন আগুন –
সুমান কুন্ডু
আদিকাল থেকে আগুন জ্বেলেছি আমরা
হয়তো বা ভালোর জন্যই
নিভে গেছে তা কখনও ঝড়ে, বাদলে
উড়ে গেছে এক স্থান থেকে অন্যত্র
তবু জিইয়ে রেখেছি তুষের মত।
আকাশে আগুন ধরতে দেখেছো?
নীলাকাশজুড়ে ছড়িয়ে রক্তিম আভা,
সেই দুরূহ কাজও করেছি
দাবানল হয়ে ছড়িয়ে পড়েছি বন থেকে বনান্তরে।
বেঁচে রয়েছি ঐ অবাক সৃষ্টির পথ চেয়ে
ভালোবাসি না সেই প্রবীণ বিস্ময়কে ভেজাতে,
চাই না বুজে যাক আমাদের অনন্ত কৃষ্টি।
জ্বলতে দাও তাকে নিজের মত করে
জেগে থাকুক সে আমাদের মাঝে,
আমাদের মনে, আমাদের হৃদয়ে
আমাদের মননে, জাগরণে।
—oooXXooo—