তুমি সুন্দর, অতি সুন্দর, বুঝি মোর অনুভবে। যদিও তোমায় দেখিনি কখনও আগে। তুমি নাকি নিরাকার শুনেছি তা লোকমুখে। জানিনা, তবে যে কিভাবে, তুমি জন্ম নিয়েছো যুগে যুগে। শুনেছি, তুমি নাকি সর্ব গুণেতে গুণী। অধর্ম বিনাশ করে, বারবার তুমি মানুষেরে করো ঋণী। শুনেছি তুমি নাকি সর্ব প্রাণের আধার। অর্বুদ কোটি ব্রম্ভান্ড নাকি তোমাতেই হয় সমাহার। আবার শুনেছি, সকল যজ্ঞ আহুতি, তোমার নিত্য আহার। তোমার সকল বিষয় যেন লাগে মোর কুহেলিকা। সকল প্রাণের উৎস প্রিয়, তবে কেন তুমি এমন বিরহী একা।