“ওগো বসুমতি”
–:: রঞ্জিত চক্রবর্ত্তী ::–
তুমিই সেই নীলাম্বরী বসন পরিহিতা –
শুভ্র গগনে – ঘন মেঘের মালা গাঁথা।
তুমিই তো অম্বর মাঝে, দীপ্তিমান আলোর মেলায় ভাষিয়ে দিলে এই ধরনীকে – খুশির ভেলায়!
তুমি ভোরের হাওয়া – বয়ে যাও আলপনা খেলে –
উন্মাদ ভ্রমরা তুমি বিরাজ শতদলে।
সাদা কবুতরগুলি ভিজে বেড়ায়, তোমার আলোর বন্যাতে
তুমিই ঝরাও সাতটি রঙ – সুন্দরী ঝর্নাতে।
সুরভিত জুঁই-শিউলি, চম্পা-চামেলী তোমারই সৃষ্টি
ঝরে পড়ো অঝোর ধারায় – তুমিই চঞ্চলা বৃষ্টি।
তুমি জেগে ওঠো – বসন্ত কোকিলার কুহুতানে –
মেঘলা ময়ূরের নাচতে, পৃথির ঝিঁঝিঁ গানে।
কত বসু আছে গো তোমার, ওগো বসুমতি –
কত তোমার মধুর বাসর, কত মধুরাতি।
◆◇◆◇◆◇◆◇◆