তুমি আছো বলে
রতন চক্রবর্তী
মাগো ,
আজো তুমি আছো বলে
আমি তোমায় ডাকতে পারি মা,ও-মা,মা বলে |
আজো তুমি আছো বলে
পরম শান্তির নিদ্রায় যেতে পারি তোমার কোলে ||
আজো তুমি আছো বলে
তোমার কাছে সুখ-দুঃখের কথা বলতে পারি |
আজো তুমি আছো বলে
জীবনে চলার পথে সু-পরামর্শ নিতে পারি ||
আজো তুমি আছো বলে
শূন্য হয়ে যায়নি সাধের ঘরটা আমার |
আজো তুমি আছো বলে
খুশিতে আছে ভরা হৃদয়,মনটা আমার ||
আজো তুমি আছো বলে
কত নীতি কথার গল্প শুনে নিত্য সমৃদ্ধ হই |
আজো তুমি আছো বলে
পড়ে যায়নি আমার জীবনের উত্থানের মই ||
থাকবে নাকো তুমি চিরকাল জানি
ওপারের ডাক এলেই চলে যেতে হবে তোমায় |
তবুও যে কটা দিন থাকবে সংসারে
আমি পারি যেন দিতে সেবা,যতন করে তোমায় ||
—oooXXooo—