পাপ…
প্রদীপ সরকার
———
কি পাপ যে আমি করেছিলাম কেজানে, কে জানে।
কোন পাপে যে তোমার,মুই দরশন আর,
পেলাম না প্রিয় আমার বিগত সহস্র জনমে।
মাত্র তো ভুল একটাই ছোট, করেছিলাম সেদিন আনন্দ রঙিন সন্ধ্যায়।
সে ভুলের সাজা, ভোগ তো মুই করছি গো রাজা,
আজও ভব খেলাঘরে কাছে পেলেম না তোমায়।
সব সখাই তো জানে ভুল ছিল মোর এইটুকুই।
তোমার অনুরোধ নাহি মেনে ওই ঝুলনায় ঝুলি নাই।
কেটে গেছে সেই সেদিনের পর।
কত শত যুগ একাকি আমার, কত সহস্র বছর। দিন পাল্টায়,
যুগ পাল্টায়, পাল্টায় দেখি কতই না যুগধর্ম।
পাল্টাতে শুধু দেখলাম না প্রিয়, তোমার কঠিন মনের বর্ম।
—oooXXooo—