শূন্যস্থান পূর্ণ হয় আবার পূর্ণস্থান শূন্যও হয় | শূন্য আর পূরণের এই খেলা চলছে দেখো বিশ্বময় ||
আজ যা আছে তোমার কাল তা থাকবে না | আবার পেলেও পেতে পারো যা তোমার ছিল না ||
সুখ-দুঃখ,মান-অভিমান,হাসি-কান্না, রাগ-অনুরাগ,অহংকার অর্থ-সম্পদ ,বাড়ি-গাড়ি-নারী সবই ক্ষণস্থায়ী জেনো | কোনটাই যায়না রাখা ধরে মুষ্ঠি করে চিরজীবন আজ আছে তো কাল নাই এই কথাটি মেনো ||
সব কিছু ছেড়ে দিয়ে একদিন নিশ্চিত সুন্দর এই পৃথিবীর বুকটিও ছেড়ে , সকলকে চলে যেতে হবে প্রকৃতির এই বাণী শোনো বন্ধু শোনো |