আসছে যে দিন!
প্রেমাঙ্কুর মালাকার
আসছে সে দিন, মানুষ যে দিন,
মুখোশ লাগিয়ে মিছিলে সামিল ;
চোখ জল ভরা যেন যাদুকরা,
রোবটের মতো হুকুম তামিল।
কলকাতা আর গ্যাস চেম্বার,
নেই ভেদাভেদ নেই রে ফারাক!
নেই পাখি রব, গাছপালা সব ;
মরে মিটে কবে হয়ে গেছে খাঁক ।
নেই নেড়ি ভুলো,নেই মেনি হুলো,
মরে গেছে ওরা সব ঝাঁকে ঝাঁক ;
নেই ঝিঁঝি ডাক জ্বলেনা জোনাক
দিকে দিকে শুনি মরণের ডাক।
গ্যাসধোঁয়া কালো নিস্তেজআলো
এরমাঝে দেখি রুপালি সে দাগ
চাইছে বিচার আজ সোচ্চার!
পরিবেশবিদ, মানুষ সজাগ।
—oooXXooo—