জীবনে আসে পরাজয় আসে সীমাহীন ব্যর্থতা তাতে দমে থাকা চলবেনা চেষ্টা করে আনতে হবে সফলতা। ব্যর্থ মানুষকে কেহই এই ধরায় মনে নাহি রাখে ব্যর্থ মানুষ যখন সফল হয় সেই সফলতাকে সবাই দেখে। ব্যর্থার গ্লানি নিজেকেই সামলাতে হয় ব্যর্থ মানুষের কেহই হয়না সহায়। ইচ্ছে করলেই সফলতা এসে দেয়না কখনো সহজে ধরা প্রবল ইচ্ছে শক্তি ও প্রচেষ্টার দ্বারা সফলতাকে যায় করায়ত্ত করা। আসুক যতই ব্যর্থতা জীবনে সফলতা আসবে প্রচেষ্টায় এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে মনে। আত্মবিশ্বাস ও মনের জোর ছাড়া সফলতাকে যায়না কখনো আনা চেষ্টা করেও ব্যর্থতা আসতে পারে তা ঘটলেও থেমে থাকা চলবেনা। একবারে সাফল্য না আসলে বারে বারে করতে হবে প্রচেষ্টা এই কাজ করার জন্য তোমাকে আমাকে সুযোগ দিয়েছেন বিশ্ব স্রষ্টা।।।