হাইল্যান্ড থেকে শ্যামবাজার ৪২কিলোমিটার পথ জ্বালিয়ে মশাল চলেছে নাগরিক মিছিল, যেন জীবন্ত এক একটা আগ্নেয়গিরি বুকের ভেতর জ্বলছে সবার, একটাই দাবি করছে সবাই- “কাদম্বীনীর বিচার চাই”।
সেই মেয়েটার স্বপ্ন ছিল মানুষের মত মানুষ হবার, ভগবান রূপী ডাক্তার হয়ে সমাজের পাশে দাঁড়াবার। নৃশংস ভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হল তাকে দুর্নীতির প্রতিবাদ-দোষ ছিল তার এটাই, আত্মীক টানে পথে নেমে আজ বলছে সবাই “তিলোত্তমার বিচার চাই “।
প্রশাসন আজ রুখতে ব্যাস্ত অত্যাচারীর সাজা, ঢাকতে ব্যাস্ত সমাজের সব দুর্নীতি আর দুরাচার। করতে লোপাট প্রমাণ সকল ভাঙে ভিক্টিম এরিয়া রাতারাতি ট্রান্সফার হল দুর্নীতির মূল গোড়া। সহায় হল জনসাধারণ রাত জাগে দাবি একটাই- “অভয়া- নির্ভয়াদের অত্যাচারের বিচার চাই”।
ওঠে প্রশ্ন নারীর পোশাক,চরিত্র, চলাফেরার, তবে ধর্ষিতা হল যে মেয়ে আমার কি দোষ ছিল তার? সেবাই ছিল পরম ধর্ম অসহায়ের সহায় হওয়া- প্রতিবাদ করে রুখতে চেয়েছিল অন্যায় অবিচার দিকে দিকে আজ উঠেছে আওয়াজ মৃত্যুতে তার- “জাস্টিস ফর আর জি কর”।
কমছে কোথায় নারী নির্যাতন, ধর্ষণ আর খুন খারাপী নোংরামো আর রাহাজানী চলছে দেদার সমাজ জুড়ে, বৃদ্ধা কিংবা শিশুরাও হচ্ছে শিকার বিকৃত সব কামের , শাস্তি ভোগের বদলে তারা উৎসবেতে মাতে। প্রার্থনা আজ করছে মানুষ দুর্গা মায়ের পায়ে- “দুর্বিত্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই”।