// মা দুর্গতিনাশিনী //
—————————-
–:: কলমে:- ধনঞ্জয় সাহা ::–
পূজো মানেই নতুন জামা
আমার তাতে কি?
পূজো মানেই চড়া সাজ,
সে, তোদের বাড়ির ঝি।
পূজো মানেই পুষ্পাঞ্জলি
নানান খাবার-দাবার,
দূর-পাল্লার ট্রেনে চেঁপে
জোগাড় বাইরে যাবার।
পূজো মানেই আটপৌঢ়ে
তাও হলনা একটা,
পূজো মানেই পেলনা ছুটি
বুল্টি, খাটে সারা বছরটা।
পূজো মানেই বেপরোয়া আড্ডা
সব অনুশাসনের বাইরে পা,
পূজো মানেই এবারেও এলো না
বিদেশে থাকা একমাত্র ছেলেটা।
পূজো মানেই বারোয়ারি
‘থিমের’ না হয় ‘একচালা ‘
পূজো মানেই আনবে টাকা
হয়তো কাজের ফাঁকে সুবলা।
পূজো মানেই অনেক ফারাক
আজও এদের সঙ্গে ওদের,
পূজো মানেই মা-গো বলো-
তুমি সত্যি এখনো কাদের?
তুমি যদি সবার হবে!
তবে সূয্যি হয়ে ওঠো,
দিনের আলোর মতন ক’রে
সবার ভাগ্যে জোটো ।।
◆◇◆◇◆◇◆