দুজনে গুঞ্জনে
বাবু বিশ্বাস
আর একটু এগোলেই শ্মশানঘাট,
স্নান সেরে পবিত্র হবে সবাই!
আমি চলে গেলেও পড়ে থাকবে,
পড়ে থাকবে উড়ন্ত পোড়া ছাঁই !
দিন পেরোলেই নিশি ঘোর অন্ধকার,
শিকার খোঁজা হুতুম পেঁচার ডাক!
শিকার হবো তুমি না হয় আমি,
না না এসব কথা এখন বাকি থাক!
তোমার আঙুল ছুঁয়ে দিব্যি কাটছে প্রহর,
বুকের মাঝে তবুও স্মৃতির চর!
ডাকছে যেন হাতছানিতে বাবা,
মাখছি যেন মায়ের স্নেহ আদর!
এইতো সেদিন পাঠশালাতে গেলাম,
শ্লেট ভাঙলেম অ আ ক খ লিখে,
ছুটির ঘণ্টায় দিলেম বারেক ছুট
বন্ধু সকল খেললেম মহাসুখে !
চোখের তারায় আজও কলেজ ভাসে,
যৌবনেতে সেই যে পা রাখা !
তোমার প্রেমে খেলেম হাবুডুবু
তোমার থেকেই প্রেম যে আমার শেখা!
সময় চাকা ঘুরছে অনর্গল
মলিন হচ্ছে সোনালী সব দিন!
শরীর কাপছে ঝাপসা হচ্ছে চোখ,
শুধবো কেমনে জমা স্মৃতির ঋণ!
এসব কথা বাদই রাখি এখন ,
চলো সময়ের সাথেই ছুটি দুজন মিলে,
এগোলেই যদি শ্মশান বাঁধ সাধে ,
দুজনে না হয় ডিঙবো হেসেখেলে !
—oooXXooo—