বাংলাদেশের হৃদয়খানি খুনের রক্তে রঞ্জিত সন্ত্রাসীদের ভয়ে সাধারণ মানুষ রোজই আতঙ্কিত। রাতে মানুষ পারেনা সেথায় স্বস্তিতে ঘুমাতে জীবন হানি ঘটছে হামেশায় নিয়ত প্রায়ই দিনে রাতে। সন্ত্রাসীরা বলছে মুখে রোজই শান্তির বানী অথচ রোজই করছে তারা দিবা রাত্রি হানা হানি। সোনার দেশটি ভুল ভাল করে হলো ছাড়খার সন্ত্রাসীরা রোজই করছে অবৈধভাবে অন্যের সম্পদ অধিকার। হানা হানি মিশে আছে সন্ত্রাসীদের রক্তে সাধারণ মানুষদের ভালোর নামে মন্দ করছে তারা ভাতে মারতে। চলছে সেথায় সাধারন মানুষদের বোকা বানিয়ে মাথায় টুপি পরানো, অল্পদিনে দেশটি শশ্মান হবে যাচ্ছেনা কিছুতেই হিংসা দ্বেষ থামানো। সোনার বাংলা আর রইলোনা সোনার বাংলা বানরদের কেরামতিতে দেশটি হলো কাংলা। দেশ প্রেমিক মানুষ যদি এখনই সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে না ওঠে অচিরেই সোনার বাংলা কাংলা হয়ে মারা পরবে মাঠে।।।