★★★”শরতের আগমনে”★★★
–:: শিব প্রসাদ হালদার ::–
যুদ্ধের উন্মত্ত তালে হ’ল সৃষ্টি মহাকালে
অসুরের দমনে শক্তির সমনে
পরাভূত আস্ফালন জগতে জাগরণ
শরতের পূণ্য প্রভাতে আনন্দে সবাই মাতে
মানবের মননে দূর্গার আগমনে
দিকে দিকে লহরী আলোকিত শর্বরী
জগতের কল্যানে মানুষের আহ্বানে
দেবীর আগমন আজ খুশি প্রতিজন–!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏