বুঝবে ঠেলা আসার জ্বালা
অশোক কুমার দাস
রাজ্যবাসীর সবাই এখানে,
আসতে তোমায় করছে কিন্তু মানা।
প্রস্তুত দিকে দিকে –
প্রতিরোধ ষোল আনা,
পথে ঘাটে বাঁকে বাঁকে
মেলোনা তোমার ডানা।
তবু যদি আসো
বুঝতেই তো পারছো
চোখ করে দেবে কানা,
শুনতে কি পেলে দানা?।
না যদি কথা শুনে
পা ফেলো গুনে গুনে-
মুড়ো পিছে হাতে নিয়ে,
রাজ্যের সবাই দ্বারে আছে দাঁড়িয়ে।
মুড়ো ঝাঁটা মেরে
দেবে তখন তাড়িয়ে।
পড়বে গিয়ে ওই
বঙ্গোপসাগরে,
বুঝবে তখন ঠেলা
আসার কেমন জ্বালা।।
—oooXXooo—