যেখানে সমতা সেখানে তো লয়! তুমি কি চাও বিশ্বময় এই যে লীলা-খেলা সব স্তব্ধ হয়ে যাক! সৃষ্টি যেথা সম্ভাবিত হয় প্রকৃতির আনুপূর্বিক প্রতিচ্ছবি যেথা থাকে প্রকাশিত তা নারীর উত্তরণ মায়ের মূর্তিতে সেখানেই তার শ্রেষ্ঠ আসন৷ কখনো তাহার পুরুষের সমকক্ষ হওয়ার বাসনা উদ্রেক নিজেকেই নামায় সে সেই ক্ষুদ্রতায় যেখানে সে হারায় মর্যাদা আপনার, অথচ পূর্ণতা ও পায় না তাহার বাসনা পুরুষের সমকক্ষ হওয়ার! পুরুষ সে কাঙাল হয়েই রয়ে গেছে আপনার পরিচয় পেতে, প্রকৃতিকে যে সৃষ্টি করেছে, স্বয়ম্ভূ সে আপন প্রাণীত আপাত অনস্তিত্বের অস্তিত্ব থেকে!