বন্ধু
বাসুদেব চন্দ
সুজ্জি’মামার বোতাম টিপে
কোন কাকু’টা ভোর ফোটায়!
কোন কাকু’টা তুলির টানে
চাঁদের উপর রঙ ছিটায়!
কোন কাকু’টা নদীর জলে
পাল তুলে গান, মন ছোটায়-
কোন কাকু’টা আমবাগানে
আমের ডালে বোল ফোটায়!
আমায় যদি ওই কাকু’টা
একটুখানি মুখ দেখায়
আমি তারে বলে দিতুম
বন্ধুকে যেন পথ দেখায় !
হারিয়ে গেছে অনেকদিন
আসবে বললে, আরেকদিন
আর এল না, গান গেল না
আঁধার এল ঝড়ের দিন!
—oooXXooo—