ভাষার রকম ফের!
ভ্রমণে পাবেন টের!!
-প্রেমাঙ্কুর মালাকার
একদা একাকী, দাঁড়িয়ে রয়েছি,
স্টেশনে সোনারপুরে-
বয়স্কা মহিলা, কাউকে ডাকেন,
উদ্বেগাকুল সুরে!
মনে হাহুতাশ!”নক্কী পোঁ দেচে,
এ টেঁপি দেবড়ে আয়!”
ভাবছে ধরতে, পারবে কী ট্রেন?
তাই লাগে অসহায়!
অর্থাৎ কিনা, ভেঁপু শুনিয়েছে,
লক্ষীকান্তপুর ;
টেঁপিকে তাইতো,দৌড়াতে বলে,
সম্ভব যদ্দুর।
“সিলেটে বাংলা, ভাষাযে আহত!”
সাহিত্যিকের কথা!
“চট্টগ্রামেই, এসে সেই ভাষা,
পুরোপুরি মৃত যথা!”
এই বাংলার, জেলায় জেলায়,
ভাষার রকম ফের ;
দক্ষিণ থেকে, উত্তর তক,
ভ্রমণে পাবেন টের!!
—oooXXooo—