“বলো ‘দুর্গা’ মা কি জয়!”
★**************************★
–:: সুমান কুন্ডু ::–
শারোদৎসব এল ফিরে
এই ধানসিঁড়িটির তীরে
কুড়ির পুজো একটু আলাদা
ভার নিয়ে বলছে প্যালাদা।
করোনায় দেবীর বোধন
কার্তিকে দোলায় গমন।
অসুরবিহীন কি দুর্গা এবারের
মর্ত্যলোকে অভাব খাবারের,
অসুর বেটা বেজায় খুশি
সদস্যপদ জুটিয়ে দেশী।
নেই দেবীর সিংহ বাবাজী
গেছে খেলতে সেও পাবজী।
কার্তিক আসছে ঘোড়ায় চেপে
আসলে, ময়ুর গেছে ক্ষেপে।
ইঁদুর ছাড়া গণেশ এবার
ব্যস্ত ‘কাটমানি’ করতে সাবাড়।
সরস্বতীরও মুখটা ভারী
হাঁস গেছে বাপের বাড়ি।
লক্ষ্মীর পেঁচাও করেছে রাগ
তাঁর বাহনও এবার ছাগ।
তোমার দুর্গা লন্ডনগামী
আমার মা অভুক্ত অন্তর্যামি
অভাব নেই কর্তাদের টাকার
পাগল! মা কি কারও একার?
◆◇◆◇◆◇◆◇◆