“করোমা দুর্গা তুমি কিছু মিরাকল! থামাও বিশ্বে করোনা মৃত্যু ঢল!”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::-
এই বাঙলার বনে প্রান্তরে
কাশ ফুল রাশি রাশি-
প্রকৃতির বুকে ছড়িয়ে দিচ্ছে
দুগ্ধধবল হাসি!
শিউলি ফুটছে সব গাছে গাছে
অজস্র দলে দলে;
গন্ধ বিলিয়ে সকাল বেলায়
ঝরে যায় তরু তলে!
দিঘী খাল বিলে পদ্ম শাপলা
অঝোরে ফুটছে রোজ;
মা দুর্গা আসে প্রকৃতির বুকে
অপরূপ সাজগোজ!
করোনা আবহে পুজো কি হবেনা?
বুক ভরা দোলাচল!
কেউ বলে পুজো হোক ছোট করে
ভীড়ে নাববেনা ঢল!
এবারের পুজো মহালয়া থেকে
টানা এক মাস বাদে;
মহালয়াতেই পুরোহিত এসে
বোধনের ঘট বাঁধে!
করোমা দুর্গা কিছু মিরাকল
“করোনা নিপাত যাক!”
ভয়াল করোনা ভাইরাস থেকে
দুনিয়া মুক্তি পাক!
○●○●○●○●○