আমার দুর্গা ধানের মাঠে ধান কাটে ঋতুতে ঋতুতে, আমার দুর্গা ফসল ফলায় বৈশাখ থেকে চৈত্রে। আমার দুর্গা একশ দিনের কাজে রাস্তা ঝাড়ু দেয়, আমার দুর্গা ইমারত গড়তে মাথায় ইঁট বয়। আমার দুর্গা রিক্সা চালায়,বাস-অটো-প্লেনও চালায়, আমার দুর্গা ট্রাফিক সামলাতে রুল হাতে রাস্তায় দাঁড়ায়। আমার দুর্গা রাতের আঁধারে বেআইনী রোধ করে, আমার দুর্গা পেটের জ্বালায় বারেও নাচ করে। আমার দুর্গা সংসার চালাতে যৌনকর্মী হয়, আমার দুর্গা হাজার করেও বহু নির্যাতন সয়। আমার দুর্গা নার্স হয়ে হাসপাতালে রোগীর সেবা করে, আমার দুর্গা ডাক্তার দিদি দিনরাত যমের সাথে লড়ে। আমার দুর্গা ভূতত্ববিদ কত অজানাকে জানায়, আমার দুর্গা গবেষক হয়ে বহু ইতিহাসের সাক্ষী হয়। আমার দুর্গা অলিম্পিকে দেশের গর্ব খেলায় স্বর্ণজয়ী, আমার দুর্গা কষ্ট সহ্যকারী সেও মৃত্যুঞ্জয়ী। আমার দুর্গা ন্যায্য দাবীতে পা মেলায় আন্দোলনে, আমার দুর্গা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। আমার দুর্গা দশ বাড়িতে ঠিকে কাজের ঝি, আমার দুর্গা রোদ ঝড় জলে কাছ ছাড়া করবে টা আর কি!
আমার দুর্গা রক্ত মাংসের দশভুজা এক নারী, আমার দুর্গা লোভ লালসার শিকার হয়েছে রোজই। আমার দুর্গা নানা রূপে নানা কাজে সাহায্যকারী, আমার দুর্গা সর্ব মঙ্গলা শতরূপা নারী।