সংশয়…..
প্রদীপসরকার
———-
মনে জাগে সংশয়।
ভারি ভয় হয়।
কেন হারানু হৃদয়।
তাঁর কিবা পরিচয়।
পাইবো তাঁহারে কোথায়।
কেন হলো পরিচয়।
মন মানেনা মানা।
মেলি শুন্যেতে ডানা।
তাঁর ঠিকানা অজানা।
কেজানে কোথায় নিবাস।
প্রেমের বৃথা আশ্বাস।
বৃথা ফেলি দীর্ঘশ্বাস।
তবু আছে বিশ্বাস।
তিনি আসিবেন কাছে।
মম পরাণের মাঝে।
ঠিকই ভালবাসা পাবো।
তাঁর প্রেমেতে হারাবো।
—oooXXooo—