ভালোবাসি বাংলাকে ভালোবাসি দেশকে
মৃনাল কান্তি বাগচী
ভালোবাসি আমি এই বাংলার
গাছপালা ,ফুল ফল, নদীর জল
মন আমার আনন্দে হারিয়ে যায়
যখন দেখি গাছ ভরতি হরেক বাহারি ফুলের ডাল।
ভালোবাসি আমি রাতের চাঁদের আলো
হাজারো নক্ষত্র,রাতের নীল আকাশ
এসব দেখে দেখে কেটে যায়
আমার সব অবকাশ।
শিউলীর ডালে ডালে ফোটে যখন
শরতে শত শত ফুল
কাশবনে সাদা কাশ ফুলের সমারোহে
আগমনীর আগমনে মন করে আমার আকুল।
আমার বাংলাতে আছে
বারোমাসে তের পার্বণ
আম, কাঁঠাল, লিচু আরও কত রসালো ফল
বাংলা ভাষার মত নেই কোন মিষ্টি ভাষা
বাংলাই আমার শক্তি, বাংলাই আমার বল।
দোয়েল, শ্যামা ,টিয়া আর কত পাখি আছে এই বাংলায়
ষড় ঋতুর বিচিত্র সম্ভারে
মন আমার হেথায় খুশিতে ভরে যায়।
শীতের সকালের মিষ্টি রোদের আলো
খেজুর গুড়ের নলেন পায়েস
কি যে লাগে আমার ভালো
এমন দেশ, এমন মনোলোভা
বাংলা
পেয়ে আমার জীবন বড়ই ধন্য হলো।
মনের ক্যানভাসে রোজ রোজ আঁকি আমি
বাংলা মায়ের সবুজ সতেজ হরেক রকম ছবি
বাংলার বিচিত্র রূপ দেখে দেখে
হয়ে গিয়েছি আমি এক অনামী কবি।
বাংলাকে আমি ভালোবাসি
ভালোবাসি আমার দেশ ভারতবর্ষকে
শত কষ্ট, শত দুঃখ ভুলে যাই
যখন দেখি সুজলা সুফলা বাংলা মাকে।
বাংলা আমার মা
বাংলা আমার প্রাণ
বাংলাকে ভালোবেসে সদা
গাহি আমি
বাংলা মায়ের জয় গান।।।
——-#######——