বই
রতন চক্রবর্তী
“”””””””””””””””””
অষ্ট অলংকারে সুসজ্জিত একজন সুন্দরী নারী
একজন পুরুষকে যেমন , করে থাকে আকৃষ্ট |
তেমনই একজন বিদ্বান গুণবান পুরুষ বা নারী
তার প্রতি সকল মানুষকে করে থাকে আকৃষ্ট ||
সম্ভব হয় এটা শুধু জেনে রেখো সবে ভাই
যারা বইকে ভালোবেসে রেখে নিজ বুকে |
অতীতে পন্ডিতদের লিখে রাখা বিষয় সমূহ
মনোযোগে পাঠে ধারণ করেন জ্ঞানটাকে ||
পৃথিবীর বুকে দুৰ্ভাগ্যবান সেই ব্যক্তিরাই হন
যাদের ঘরে থাকেনা থরে থরে সজ্জিত বই |
অসুন্দরে পরিণত হয় সাধের ঘরখানি তাদের
ফুলে ভরা ফুলদানি সাজানো থাকুক যতই ||
বই হলো মানুষের জীবনের সাথী,চলার সাথী
আলোক করে দান অজ্ঞানতার আঁধার পথে |
মনে রেখো বইয়ের মতো এমন বন্ধু এই জগতে
পাবে না কক্ষনো কোনোদিন তোমাদের সাথে ||
—oooXXooo—