ঘুমে ঘুমে বেলাযে যায়
দীননাথ চক্রবর্তী
জপে তপে হাইযে ওঠে দুচোখেতে ঘুমযে নামে ,
অঙ্গজুড়ে ক্লান্তি ছায়ে নাও ভেসে যায় জাহান্নমে।
মনের আকাশ আঁধার শূণ্য ভাব জানেনা পাপপুণ্য ,
ঘুম কাতুরে ভোগ কাতুরে ছলচাতুরে চষে অরণ্য ।
কী হবে মা আমার ওগো ঘুমে ঘুমে বেলাযে যায় ,
সংসারও তো ভেসে যে যায় কী হবে মা আমার উপায় ।
না সংসারী না সন্ন্যাসী কোথায় বলো মা বারাণসী
যেথায় ঘুম তাড়ানো ওঝাড় বাড়ি ভোগের নাড়ি কেটে আসি।
ঘাটে ঘাটে শবের চিতায় আমার মতো মৃত দশায়
দাহ করে গঙ্গা স্নানে তোমার সঙ্গ ফিরে যে পাই।
—oooXXooo—