আজও বিতাড়িত হলে
আগন্তুক বাবু বিশ্বাস
আজও বিতাড়িত হলে…
মৌনতায় ছেয়ে যাবে শব্দ মিছিল !
হৃদয়ের আর্ত কথা শুনবে না কেউ ,
কুহুতানে গাইবেনা বসন্ত কোকিল!
সময়ের কাটা যাবে থেমে,
নীরবতায় মূর্ছাবে জগৎ সংসার,
উড়বেনা স্বপ্নের গাঙচিল!!
আজও বিতাড়িত হলে….
একা চাঁদ জেগে রবে আঁচল বিছায়!
প্রেমালপে জ্যোৎস্নায় ভিজবেনা কেউ ,
সবুজ বিলুপ্ত হবে মরুসাহারায়!
ধূলিকনাদের হবে বিশ্বালয়,
ধুসর প্রান্তরের ইতি কথা__
অচিরেও রয়ে যাবে অজানায়!
আজও বিতাড়িত হলে…
ভালোবাসার নাম নেবেনা প্রেমিক !
নুপুরের ছন্দে লাঙলের ফলায় __
হেসে খেলে ফুটবেনা জীবনের ফুল !
প্রেতাত্মাদের বসত ভিটে হবে চরাচর!
কাঙ্খিত চাওয়া পাওয়ার অপমৃত্যুতে,
নিঃশেসিত হবে প্রাণী কূল!!
বাতাসে বইবে দীর্ঘশ্বাসের হাহাকার,
এভাবেই জীবনের অস্তিত্ব ক্ষুন্ন হলে,
তোমাকেই নিতে হবে দায় ভার তার !
—oooXXooo—