ভাবনা
অসিত ঘোষ
পূজার মাসে বৃষ্টি ঝরে;
মেঘ গুড়গুড় আকাশে
সারাটা দিন ইলশেগুঁড়ি;
বহে হালকা বাতাসে।
ভাদর মাসে ভাদুর নাচ; দেখতে কোথায় পাইবো,
হারিয়ে গেল লোকনৃত্য; চোখের জলে গাইবো।
চাষীর ঘরে নাইকো আহার; পুরনো দিনের কথা,
কেমনে সংসার চালায়; মাথার উপর ব্যাথা।
দিন মজুরি দাদন নিতে;
যায় মহাজনের ঘরে,
এখন খেয়ে বেঁচে থাকি; কাজের কথা পরে।
বৃষ্টি ঝরে আকাশ থেকে; কাজ নাই গিয়ে,
আশ্বিনের ঝড় আসছে ধেয়ে; পুজোর গন্ধ নিয়ে।
—oooXXooo—