তিলোত্তমা
প্রসন্না দাস
কুড়ি-বাইশ জন দানব মিলে, মারল তাকে,
যখন সে নিচ্ছিলো বিশ্রাম,
সেই সময়ের ফাঁকে।
সে আমাদের সকলের প্রিয়,
কন্যা তিলোত্তমা –
সে-তো এই ভারতের সেবিকা।
কি সুন্দর মুখ খানি তার,
কি মধুর হাসি-
যারা এ-কাজ করেছে,
হোক তাদের ফাঁসি।
তার দু-চোখ বেয়ে বয়েছিল, রক্তাশ্রুর ধারা-
এখন দেশের সব জনগন, তিলোত্তমা হারা।
—oooXXooo—