দুপুর পেরিয়ে গেলে
শ্যামাপ্রসাদ সরকার
যদিও আকুলতাকে ডাকনাম ধরে ডেকেছি
তাও সজোরে বন্ধ করে দিয়েছি কপাটের পাল্লা
তারপর বাসস্টপে চিনতে না চেয়ে
ঘাড় ঘুরিয়ে হেঁটে গেছি দূরত্ব মেনে।
তবুও একাকিত্বের চা এর গন্ধে
অথবা দোমড়ানো শয্যার পাশে
তোমার উপস্থিতি অস্বীকার করেছি।
অজস্রবার ডাকনামে মৃত্যুকে ডেকেছি
সারারাত অভিশাপ দিয়েছি আয়ুরেখাকে,
সপাটে থাপ্পড় মেরেছি অবসাদের গালে!
তবুও ঘুম না আসা দুপুরগুলোয়
কেউ সারাক্ষণ বাজিয়ে গেছে ভীমপলশ্রীর সুর,
পাপোসে পা চেপে দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ,
তবু কপালে হাত না বুলিয়ে ওরা সমানে
তর্জনী তুলে আমার নাম ধরে ডেকে গেছে।
—oooXXooo—