বর্ষার আওয়াজ
সুমান কুণ্ডু
★————–★
ঝিরিঝিরি বর্ষার ধারা
আকাশ কালো প্রকৃতি নিঝুম
সারা দিন ভেবেই সারা
চোখে আজ গভীর ঘুম।
করছে চড়ুই কিচিরমিচির
জমবে খিচুড়ি ডিমভাজা
চলবে না কোন ফন্দিফিকির
বাসবো ভালো রসখাজা।
ছলাৎ ছল নদীর জল
নৌকা চলে মাঝদরিয়ায়
মনে মাঝির অনেক বল
চল সবে মাছ ধরি আয়।
মাথা তুলে সবুজ ঘাস
জানান দেয় আগামী যৌবন
পুকুর পারে ব্যাঙের বাস
তুলির টানে ওই ঝাউবন।
মায়ের কোলে খেলছে শিশু
যাচ্ছে শোনা হাসির আওয়াজ
হাঁটছে পথে কলির যিশু
তুলছে বোল খোল পাখোয়াজ।
—oooXXooo—