“অচেনা”
রণজিৎ মন্ডল
কত চেনা মুখ হয়েছে অচেনা
কত অচেনা হয়েছে চেনা!
কার মনে ছিল কি যে লুকানো
আজও হয়নি সে কথা জানা।
ভালোবেসে কেউ এসেছে কাছে
কেউ ভালোবাসায় গিয়েছে মিশে,
কারো অভিনয় করেছে হতাশ
কেউ বা মেরেছে যাতনায় পিশে।
আমি হতবাক নির্বাক হয়ে নিয়েছি আপন করি,
ভালোবেসে মিশে প্রয়োজন শেষে
গিয়াছে কখন জানি না ছাড়ি।
গরজে যে মেঘ শরতে আসিয়া
আকাশে কেবল বিদ্যূৎ হানি,
ছিটে ফোটা নাহি বৃষ্টি তাহাতে
কেবলই আঁধার ঘনায় জানি।
শীতের আবেশে আসিয়া মেশে
শুস্ক হিমেল বাতাসে বাতাসে,
মন যেন চায় ভরিতে হৃদয়
অজানা অচেনার উষ্ণতায়।
ফাগুনে আগুনে পলাশে পলাশে
লালের ছোয়ায় বসন্ত আসে,
সুজনে কুজনে কুহু কুহু রবে
দক্ষিনা বাতাসে এ মন ভাসে।
কারো তাপে মোর হৃদয় মাতায়
কারো তাপে সব পুড়িয়া যায়,
এ কোন স্বপ্ন দেখিয়া কাঁদিয়া
আজও এ মন মাতাল হয়।
এই আছি আমি এই নেই জানি
সবই যে নিয়তির নিষ্ঠুর ফল,
যে মরুভূমি তটে বক্ষ ফাটে
চাতকের মত চাহিয়া জল,
সেই জলে ভাসি ফিরিয়া আসি
খুজিয়া পাই যে তরুতল।
ভালোবাসা নয় শুধু দুটি কথা
আনন্দে ভরে দিয়ে যায় ব্যাথা,
চেনা অচেনার ভালোবাসা তাই
চলার পথে আরো আরো চাই।
—oooXXooo—