বাঁশ
রতন চক্রবর্তী
“”””””””””””””””””””””
কোনো পুষ্টিকর খাদ্যের জোরে
পারবে না খুলতে বুদ্ধির দুয়ার |
কেবল বাঁশ খেলে জেনে রেখো
খুলে যাবে তোমার বুদ্ধির দুয়ার ||
যদি দেখো সম্মুখে রয়েছে বাঁশঝাড়
তুমি পেয়ো নাকো ভয় |
যদি কোন সুহৃদ দিতে আসে বাঁশ
তবে দিয়ো তার জয় ||
দেবতার মূর্তি বানাতে লাগে বাঁশ
প্যান্ডেলে বাঁশ খাড়া হয়ে থাকে |
মৃত্যুর পরও বানাতে গেলে খাটিয়া
ঝাড়ের কাঁচা বাঁশই কিন্তু লাগে ||
বাঁশকে তাই করোনাকো অবহেলা বন্ধু
বাঁশের মূল্য দিয়ো |
তোমার জীবনটাকে শক্তপোক্ত করতে
বাঁশের গুন গেয়ো ||
—oooXXooo—