পাগল হৃদয়
রণজিৎ মন্ডল
যে আকাশ ভরে ছিল তারায় তারায়,
হঠাতই হারিয়ে গেল, মেঘেদের আনা গোনায়।
আলোটাও বদলে গেল অন্ধ ছায়ায়।
বৃষ্টি নামবে বোধয় এই মনে হয়,
ঝর ঝর বৃষ্টি এলো মূশল ধারায়।
নিজেকে ভিজিয়ে নিয়ে যাই যে কোথায়?
যে জ্বালা বুকের ভেতর বড্ড জ্বালায়,
কিছুটা ঠান্ডা হল মনটা ভেজায়।
কাশফুল দুলছে যেন ঠান্ডা হাওয়ায়,
পূজো পূজো গন্ধ আমার মনটা দোলায়।
তারারা আবার আলোয় আকাশ ভরায়,
শরতের মেঘটা উড়ে বাজনা বাজায়,
গর্জন করে করে জানিয়ে যায়।
শুধু মোর মনটা আমার সেই পড়ে রয়,
যে পথে হারিয়েছে মোর পাগল হৃদয়।
—oooXXooo—