ভাঙা গড়া
মৃনাল কান্তি বাগচী
সকালে ভাঙছি
দুপুরে ভাঙছি
সন্ধ্যায় ভাঙছি
রাতে ভাঙছি
ভাঙছি সদা সর্বক্ষণ,
ভেঙে ভেঙে নিজেকে
নতুন করিয়া গড়ছি
যাতে আর ভাঙতে
না হয় কখনো।
ভাঙা গড়ার খেলা
ধরায় চলছে নিরন্তর,
কোন কোন খেলায়
ভেঙে যায় একবারে অন্তর।
ভালোবেসে অন্তর ভাঙলে
পাওয়া যায়না কোন দাম,
তবুও কত কিছু মন চায়
খুঁজে পাওয়া যায়না
সেই পাওয়ার ধাম।
ধামহীন চাওয়া
সেতো একেবারে নাগালের বাইরে
তাই হয়তো
না পাওয়ার বেদনা থাকে
গোপনে সর্বক্ষণ অন্তরে।
অন্তরের ব্যথা থাকনা অন্তরে
সে ব্যথাকে দিতে হবে
ডানা লাগিয়ে সুদূরে উড়িয়ে।
ভাঙা অন্তর, ভাঙা জীবন
চাইলেও পারা যায়না
নতুন করিয়া গঠন,
তবুও নতুন আশায় বুক বেঁধে
এগিয়ে চলার নামই মনুষ্য জীবন।।।
—-+++++++++++++—–