আমার মনের পতাকার রং আমার গর্বের রং, অনেক ভাল হাসিটা পতাকার মধ্যে থাকা বিষন্নতা গুলো আড়ালে ঢাকা তবু রাস্তা পার হতে হয় একাকী খুঁজেতে হবে না আর স্বাধীনতা আমার রঙে ভরে উঠুক পাখির সুরে বেজে উঠুক ভোরের আকাশে জেগে উঠুক। ফিরিয়ে দাও সবকিছু, যা হারিয়েছি। কেন যে আমায় বার বার ডাকে এই নদী এই বনভূমি, মেঠো পথ কেন এগুলি স্বপ্নের মতো মনে হয় সভ্যতার আড়ালে থেকেও হানাহানি করে মানুষের হৃদয়। পাকা বাড়ির ঘর-গুলি সব নারীর নিরাপত্তা কোথায় হাস্য ভদ্রতা আরো হাস্যকৌতুক। আধুনিকতার মানে কি তাই তবে চাইনা, চলে যাক জলাঞ্জলি। হাসিমুখেই বয়ে নিয়ে যায় নিজের হাতে তৈরি খাদ্য আমাকে সুখ, শান্তি, নিশ্চিন্তে ঘুম। আমার মত স্বাধীনতার সুখ।