ভালো আছি
রণজিৎ মন্ডল
যদি জানতে চায় কেউ
কেমন আছি ?
মাথা নেড়ে বুঝাই তারে
ভালো আছি!
না আসে যদি হৃদয়ের
কাছাকাছি!
বুঝবে কি কোনোদিন সত্যিই
কি ভালো আছি!
সমাজের বিভীষিকা নরকের
কীট ,
শব্দ আসে কানে মরলে বাঁচি!
নরক কেমন সেথা যাতনা কত,
আছি তো বেঁচে, মশা মাছির মত
রাস্তায় জমেছে নরক কত ,
আনন্দে বন বন শত মশা মাছি!
আমিও ওদের মত আনন্দে আছি,
মাথা নেড়ে বলছি তাই আজও
ভালো আছি!
—oooXXooo—