রোদের জন্ম দিন
মৌসুমি ঘোষাল চৌধুরী
**************
খোয়াই বুকে, আমি মাটির কলস রেখে এসেছিলাম।
তুমি “রূপকথা”প্রিয় মুখ পাবে বলে পেয়েছো।
আমার বুকের দীঘিটি নোনা জলে ভাসছে।
ভাসতেই দাও , কিছু গাছ বড় অভিমানী।
উঠিয়েছো অর্জুন গাছের ছাল, সে তো আমি।
তোমার ছোঁয়ায় আঠা,রস, অভিমান আছে।
বৃষ্টির ভিতরে অনেক কথা আছে।
জল পড়ে, ঠোঁট ফোলায়,খেলে লুকোচুরি, গান গায় বসন্ত বৌরী পাখিটার মতো।
চেয়ে দেখো আমি আজ কাল বাতাবিলেবুর মত দুরন্ত রোদের জন্ম দিন।
—oooXXooo—