নারী পুরুষ মানুষ সবাই
শ্রী নীলকান্ত মণি
ছোটো বড়োর ভাগাভাগি
নয় কিছু, তা মিথ্যে বড়াই
ক্ষেত্র মতন করলে যতন
তাতেই সুখী হয় যে সবাই৷
বেঁচে থাকার তাগিদ আছে
তাই তো থাকি পাশাপাশি
দুঃখ আছে সুখ ও আছে
জীবনকে তাই ভালোবাসি৷
নিত্য নূতন রসদ যোগায়
ওঠা পড়ায় ভাঙ্গা গড়ায়
হয় সম্ভব লিখন তাতেই
জীবন খাতার সাদা পাতায়৷
আসা যাওয়ার তীর্থ পথিক
এই আমি কি ওই তুমি ভাই
ভাবছো আছো সঠিক পথেই
মিলাও হিসেব ঠিক ও বেঠিক৷
লেনা দেনা মিটলো যখন
দেখো হাতে সময় তো নাই
পারলো যেমন মিলিয়ে রঙ
পারের পানে খেয়া ভাসায়৷
দুয়ে মিলেই সকাল সন্ধ্যা
খেলার ছলে মিলে মিলায়
কাটিয়ে যায় দিন জঙ্গম
এই ভুবনের মিলন মেলায়৷
তাল-বেতালর সেই খেলাতে
তাল কাটে যেই কেঁদে ভাসায়
বাঁধতে সেতু তার উপরেই
স্রষ্টা পাশেই স্বান্তনা চায়!
স্রষ্টার সেই আপন খেয়াল
খেলে খেলায় কালের সীমায়
রূপ হতে রূপ রূপান্তরে
কল্প রূপের থালি সাজায়৷
তুমি আছো সেই কারণেই
আমিও আছি সাথী তোমার
না থাকতে ভাই যদি তুমি
আমায় তবে কে চিনতো আর৷
আগাগোড়া মনের দ্বন্দ্ব
সন্দেহ তার, পারলে তারে
সরিয়ে রাখো যতন করে
বাজাও বাঁশী মোহন সুরে৷
পথ ও পথিক চলুক সাথেই,
কাটুক আঁধার যাত্রা পথে
আলোর পরশ মাখো গায়ে
রাত ফুরালে দিন প্রভাতে!
বড়ো কিম্বা নয়কো ছোটো
নারী পুরুষ মানুষ সবাই
স্রষ্টা যেমন বানিয়েছেন
কর্ম ক্ষেত্র আলাদা তাই৷