পিছন ফেরা
দীননাথ চক্রবর্তী
যখন ভাবছিলাম সে আসবে
নিয়ম করে সম্পর্ক কে সন্মান দিয়ে
বঙ্গপোসাগর থেকে বৃষ্টি যেমন আসে
সে আসবে এখনই
যত জ্বালার অবসান ঘটিয়ে
অপেক্ষার তৃষা মোচন
দেদার ভিজবো দুজন।
মিথ্যাই ভাবনা
সে এলোনা
কোনদিন তো ভাবিনি
পশ্চিমের গরম বাতাস
চিবিয়েছে তার মাথা নাকি
নিজেই খাদ্য হয়েছে মাথা
জানিনা তাও।
সে এলোনা আজ
এখন যা ভাব ভাবনা আর
আসবে বলে মনেও হয় না
দিন দিন ডিগ্রী বেড়েই চলেছে।
সে এলো না আজ
অপেক্ষা এবার পিছন ফেরা।
—oooXXooo—