তোমরা মহাবীর
রতন চক্রবর্ত্তী
“””””””””””””””
ওহে বাংগালী —–
আর কতকাল থাকবে বসে ঘরের কোনে
এবার তো পথে নামো |
বাংলার মাটিতে বাংগালীর হাজার দুর্দশা
দেখেও কেন চুপ থাকো ||
দানবের অত্যাচারে জ্বলছে বাংলার মাটি
শোষণ , বঞ্চনা , প্রবঞ্চনার শিকার সহ
অগণিত প্রাণ হচ্ছে বলিদান |
ন্যায়ালয়ের দরজায় মাথা ঠুকেও শতবার
পাচ্ছে না ন্যায় বিচার তাদের অভিবাবকরা
বইছে চোখের জলের বান ||
অনেক হয়েছে , আর নয় , এবার জেগে উঠো
তোমরা উন্নত করে শির |
কুরুক্ষেত্রের মহা সৈনিক হয়ে দানবের বিরুদ্ধে
যুদ্ধে নামো তোমরা মহাবীর ||
মনে রেখো , দুষ্ট যতই স্বজন হোক না কেন
তবুও তারে দিতে হবে শাস্তি |
শ্রী মদ্ভাগবতগীতার এই আদর্শ মানলে তবেই
মিলবে সবার শান্তি আর স্বস্তি ||
—oooXXooo—