ঊষার আলো
বাবু বিশ্বাস
আজকে হঠাৎ ঊষার আলোয় চোখ খুলেই দেখি
ওমা; পশ্চিমেতে চন্দ্র মামা পূর্বে সূর্য্য সেকি!
কিচির মিচির কুহু কুহু পাখ পাখালীর রবে__
এক আকাশে দুটি মামায় ভীষণ মজা হবে!
আহা; কি অপরূপ আকাশ খানি রামধনু রঙেতে,
বৃষ্টি সেরে গুচ্ছ মেঘের পালক সুদূরেতে,
নৌকা মাঝি বাইছে তরী গাইছে নদীর গান,
মাছ ধরছে জেলেরা সব হেইছা মেরে টান!
জল চিক চিক নদী নালার সূর্য মামার আলোয়,
ছেলে বুড়ো ছুটছে মাঠে থাকতে সুস্থয় ভালোয়।
বইছে বাতাস ঝিরঝিরঝির শীতল পরশ ছুঁয়ে__
খোকা খুঁকি বসছে পাঠে চোখমুখে জল দিয়ে।
ফুলেরা সব দুলছে দোলায় দুলছে সবুজ শ্যামল,
হাকছে দ্বারে দুধ ওয়ালা দূর গ্রামের কমল।
উলুধ্বনি আসছে ভেসে পাশের বাড়ির থেকে__
চাঁদ মামাটি লুকিয়ে গেলো আলোর ছোঁয়ায় পেঁকে !
মৃদুল দাদু রিক্সা নিয়ে কণিকা মাসি হেঁটে,
বেরিয়েছে সব কাজের খোঁজে পেটের জোগানেতে!
গণেশ কাকা নরেশ দাদা ফিরলে হাঁটের থেকে,
বসবে বাজার জমবে মেলা জীবনের রঙ মেখে!।
—oooXXooo—