অনুভবের ফল
শহর থেকে হারিয়ে গেছে নিসর্গের কাল,
হৃদয় মাঝে সুপ্ত আছে,
নয়ন মাঝে তারি সাজে,
চিত্রে প্রকাশ মনের ভাষা অনুভবের ফল।
স্বপ্না নাথ
—oooXXooo—
—oooXXooo—