হেলা
দীননাথ চক্রবর্তী
যে আমার প্রাণের প্রাণ
শ্বাসে শ্বাসে সমীরণ ,
তারেই যত অবহেলা
দেখেও দেখেনা হেলাফেলা
জেনেও জানেনা এ কেমন?
প্রাণের প্রাণ সমীরণ ।
যে চেনে যারে মর্মে মর্মে
জানে মনের অন্দরে ,
যে রাগে তার মরণ বাঁচন
প্রতিক্ষণের অনুরণন
রবিশশী কিরণ জোছন
প্রাণের প্রাণ সমীরণ ।
তারেই যত আজ অবহেলা
কী এসে যায় তার এমন!
একি জ্বালা ভালোবাসা
নিশা বুকে হারিয়ে ভাষা
শুধুই মরম পীড়ন
প্রাণের প্রাণ সমীরণ।
—oooXXooo—