মায়াবী চাঁদ
প্রজ্ঞা পারিজাত
অস্ত যাওয়ার পর
আমার জানালায় মায়াবী চাঁদের দেখা মেলে,
মাধুকরী করে সে।
আমি ওকে মন ভরে ফল – মিষ্টি দেই আর দেখি ;
আমার সাথে তার কথা নেই।
যখন আমার স্বামী – সন্তান সবাই গভীর নিদ্রায় চলে যায়,
আমি আমার চুল খুলে দেই
জানালা দিয়ে বাইরে যাওয়ার জন্য।
আমি তখন স্নান করি – সাজাই নিজেকে যত্ন করে,
সন্ন্যাসীর কথা ভেবে।
স্নান না করে শুদ্ধ বস্ত্র না পরে
সন্ন্যাসীর কাছে যাওয়া যায় না ভিক্ষা দিতে,
আমি ভোগ সাজিয়ে দিতে ভালোবাসি সন্ন্যাসীকে।
কে এই সন্ন্যাসী ???
আমার কি পূর্ব পরিচিত ???
যখন সন্ন্যাসী গৈরিক বেশে দাঁড়ায় আমার কাছে ভিক্ষা নিতে,
তার গেরুয়া বসন আমার চোখে আগুনের মতো লাল লাগে।
তখন মনে হয় এই মায়াবী চাঁদ
শেষ পর্যন্ত সন্ন্যাস নিয়েছে আমার জন্য,
আর আমার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য।
—oooXXooo—