প্রাকৃতিক শিক্ষা কেন্দ্র 🌴
রতন চক্রবর্তী
🎤বর্তমানে বিশ্ব মানবের কল্যানে
কোন ধর্ম গ্রন্থের বাণী , শাস্ত্রের বাণী—–
কোন অবতারের আদেশ , নির্দেশ——-
কোন মহাপুরুষের নীতি , আদর্শমালা—
কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মতবাদ—-
কোন সমাজ সচেতন মানুষের বারণ—-
বাস্তবে কাজে আসছে না |🌹
🎤তাই এমতো অবস্থায় প্রয়োজন , যে প্রকৃতি 🌄হতে আমরা এসছি , যে প্রকৃতির সেবা পেয়ে আমরা বেঁচে আছি , যে প্রকৃতির ইচ্ছায় আমরা পৃথিবী ছাড়বো , সেই প্রকৃতির গ্রন্থ পাঠ করে তা থেকে যে শিক্ষা অর্জন করবো সেই শিক্ষায় নিজে শিক্ষিত হয়ে অন্য সকল মানুষদের শিক্ষিত করে গড়ে তোলা | আর তার জন্য চাই বিশ্ব ব্যাপী “Natural Education Center” অর্থাৎ প্রাকৃতিক শিক্ষা কেন্দ্র গড়া | 🌹
নয়তো মানবজাতি অকালে অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবে , এ বিষয়ে কোন সন্দেহ নাই |
—oooXXooo—