তোমাকে ভুলে গেলে
বাবু বিশ্বাস
তোমাকে ভুলে গেলে__
কালো মেঘে ছেয়ে যাবে দিগন্ত
মুছে যাবে দিবা রাতির ব্যবধান
হাসবে না চাঁদ তারা গগনে
হিসেবের সংখ্যারা হয়ে যাবে মিছে
পৃথিবী হারাবে তার সাম্যতা !
তোমাকে ভুলে গেলে__
বজ্র বিদ্যুৎ রবে তান্ডবে মেতে
থামবেনা আকাশের বুকফাটা কান্না
ভাঙচুরে মত্ত হবে সুনামীর ঢেউ
সবুজে শ্যামলে ধরবে পচন
পেত্রাগৃহে বসবে মৃত্যুমিছিলের হাঁট
তোমাকে ভুলে গেলে___
হবে না আর গোলাপের চাষ
ফিশ ফিশ শব্দেতে পুড়বেনা সময়
গরম চায়ের কাপে উড়বেনা ধোঁয়া
জীবনের সৃষ্টিতে লেগে যাবে দাড়ি
পাখ পাখালী মেলবে না ডানা!
অপমৃত্যু হবে কোনো এক কবির
আর তার পরম আপন; কবিতার!!
—oooXXooo—